নাটোরে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত ।
নিউজবাংলা: ৬অক্টোবর, মঙ্গলবার:
জুবায়ের হোসেন, নাটোর প্রতিনিধি :
আজ মঙ্গলবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় এক বাসের ধাক্কায় রফিকুল ইসলাম নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।
নিহত ভ্যান চালক রফিকুল ইসলাম উপজেলার বুড়ি কদমা গ্রামের আব্দুর রহিমের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় বগুড়াগামী নাজ পরিবহনের একটি বাস রফিকুল ইসলাম নামের ওই ভ্যান চালকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল বলেন, স্থানীয়রা খবর দিলে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।এবং ঘাতক বাসটিকে আটক করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়।
নিউজবাংলা/একে