নিউজবাংলা: ৬অক্টোবর, মঙ্গলবার:
ঢাকা: দেশের জন্য এক দুর্লভ অভাবনীয় শ্রেষ্ঠ সম্মান বয়ে আনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন। বুকের সমস্ত উষ্ণতা দিয়ে দিগ্বিদিক কাঁপিয়ে চিৎকার করে যদি বলতে পারতাম জয়তু হাসিনা, জয়তু বাংলাদেশ, জয় বাংলাদেশের সংগ্রামী জনতার জয়, জয় মুক্তিযুদ্ধের চেতনার জয়। তাহলে বুকটা কতইনা হালকা হতো।