নিউজবাংলা: ৬অক্টোবর, মঙ্গলবার:

ঢাকা: বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের তথ্য চেয়ে স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এনজিও বিষয়ক ব্যুরো ও কক্সবাজার জেলা প্রশাসককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সেই সঙ্গে সরকারি রেজিস্টার্ড ক্যাম্পে অবস্থানরতদেরও তালিকা চাওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ইসির জ্যেষ্ঠ সহকারি সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি মন্ত্রণালয় ও কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় ও শরণার্থী শিবিরে রক্ষিত রোহিঙ্গাদের নাম, পিতার নাম, স্বামী-স্ত্রীর নাম, জন্মতারিখ ও ঠিকানাসহ তথ্য ও তালিকা চেয়েছে ইসি।

একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যা্লয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের কাছে আলাদা চিঠিও দেওয়া হয়। তাতে বলা হয়েছে, যেসব এনজিও রোহিঙ্গাদের নিয়ে কার্যক্রম পরিচালনা করে তাদের তালিকা দিতে বলা হয়েছে।

গত বছর রোহিঙ্গা ভোটার হচ্ছে, তাতে জনপ্রতিনিধিরাও সম্পৃক্ত- প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ধরনের গোয়েন্দা প্রতিবেদন আসার পর ইসির নানা উদ্যোগ নিয়েছে। রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে উদ্যোগ নিয়েছে ইসি।

 

 

নিউজবাংলা/একে