নিউজবাংলা: ৬অক্টোবর, মঙ্গলবার:

ঢাকা: সময়ের ব্যস্ত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নতুন করে একটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন। ‘থার্ড আই’ নামের নাটকটি শফিকুর রহমান শান্তনুর রচনায় পরিচালনা করছেন সকাল আহমেদ। গেল ৪ অক্টোবর রাতে উত্তরার শুটিংবাড়ি স্বপ্নীল ২-এ শুরু হয়েছে এর দৃশ্যধারণের কাজ।

 

এটিএন বাংলার জন্য নির্মিত এই নাটকে প্রভা অভিনয় করেছেন আফরান নিশোর বিপরীতে। এখানে প্রভাকে দেখা যাবে চটপটে এক মেয়ের চরিত্রে। আর নিশো ভবঘুরে এক যুবক।

নাটকটি নিয়ে পরিচালক জানালেন, তিনটি পরিবারকে ঘিরেই নাটকের গল্প। এই পরিবারগুলোর সদস্যদের সুখ-দুঃখ-হাসি-কান্না উঠে আসবে নাটকে। আসবে উত্থান পতন ও মোড়। একসময় দেখা যাবে গল্পটির কিছু চরিত্র প্রবেশ করবে অপরাধজগতে।

নাটকটিতে প্রভা-নিশো ছাড়া আরো অভিনয় করছেন সাজু খাদেম, অপর্ণা ঘোষ, সাঈদ বাবু, আব্দুল্লাহ রানা, শিল্পী সরকার অপু প্রমুখ।

প্রসঙ্গত, পরিচালক জানালেন নাটকের নাম ‘থার্ড আই’ বদলে যেতে পারে।

নিউজবাংলা/একে