নিউজবাংলা: ২৪জুন, বুধবার:

ঢাকা: উইকিলিকসের ফাঁস করা নতুন নথিতে দেখা যাচ্ছে মার্কিন নজরদারির হাত থেকে ফ্রান্সের প্রেসিডেন্টরাও রক্ষা পাননি।

বলা হচ্ছে, মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ বছরের পর বছর ধরে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের উপর গোপন নজরদারি চালিয়েছে। রক্ষা পাননি তার পূর্বসূরি নিকোলাস সারকোজি এবং জ্যাক শিরাকও।

২০০৬ সাল থেকে শুরু করে ২০১২ পর্যন্ত এই নজরদারি চলেছে।

যুক্তরাষ্ট্রের অভিযুক্ত সংগঠন এনএসএ অবশ্য এ খবরের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ওঁলাদ আজ আরও পরের দিকে এই ইস্যুতে তার প্রতিরক্ষা পরিষদের বৈঠক ডেকেছেন।

এর আগে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের উপর গোপন নজরদারি চালানোর অভিযোগ আনা হয়েছিল এনএসএর বিরুদ্ধে।

 

 

নিউজবাংলা/একে