নিউজবাংলা: শুক্রবার, ২৬ জুন:
ঢাকা: তিউনিশিয়ার একটি হোটেলে বন্দুকধারীদের হামলা এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

সুসি শহরে ‘ইম্পিরিয়াল মারহাবা’ নামে একটি পর্যটন হোটেলে শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন।

 

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আলজাজিরা। তিউনিশয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, হোটেলে বন্দুকধারীরা আক্রমণ করার পর তাদের ওপর পাল্টা আক্রমণ করে নিরাপত্তাকর্মীরা। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এখনও চলছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

রাজধানী তিউনিসে আলজাজিরার সংবাদদাতা নাজানিন মোশিরি বলেছেন, সম্ভবত পর্যটকদের লক্ষ্য করে পরিকল্পিত এই হামলা চালিয়েছে সশস্ত্র ইসলামি জঙ্গিরা।

তবে তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন। হোটেল হামলায় নিহতদের সবার নাম-পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রসঙ্গত, চলতি বছরেরই মার্চে তিউনিসে বার্ডো জাদুঘরে হামলা করেছিল বন্দুকধারীরা। এতে অন্তত ১৯ জন নিহত হন। এদের বেশিরভাগই ছিলেন বিদেশী পর্যটক।

ওই ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ২৩ জনকে আটক করেছে তিউনিশিয়ার নিরাপত্তাবাহিনী।

নিউজবাংলা/একে