বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সময়সূচি
নিউজবাংলা: শুক্রবার, ২৬ জুন:
ঢাকা: বিশ্বকাপের পর শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে সিরিজে অভাবনীয় সাফল্যে পেয়েছে বাংলাদেশ। এরপর দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষেও প্রথমবারের মতো সিরিজ জিতে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশের সর্বস্তরের মানুষ।
তা ছাড়া এই সাফল্যে র্যাংঙ্কিয়ে উত্তরণ এবং ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা পেয়ে টাইগাররা এখন খুশিতে আত্মহারা।
পাকিস্তান ও ভারতবধের পর এবার আরেক শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেট পরাশক্তির বিপক্ষেও মাশরাফি-মুস্তাফিজ-সৌম্যরা সাফল্যের ধারা অব্যাহত রাখবেন এমনটাই বিশ্বাস টাইগার সমর্থকদেরও।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের নতুন অভিযান শুরু হবে আগামী ৫ জুলাই। প্রোটিয়াসদের বিপক্ষে ওই দিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে চন্দ্রিকা হাথুরুসিংহের শিষ্যরা। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টিয়োন্টিতে বাংলাদেশ মাঠে নামবে ৭ জুলাই।
এরপর মিরপুরে অনুষ্ঠিত দিবা-রাত্রির প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে আগামী ১০ জুলাই। একই ভেন্যুতে সফরকারীদের বিপক্ষে ১২ জুলাই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। আর চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ই জুলাই।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগামে প্রথম টেস্টে বাংলাদেশ মাঠে নামবে আগামী ২২ জুলাই। আর প্রোটিয়াসদের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টটি মাঠে গড়ানোর কথা রয়েছে আগামী ৩০ জুলাই।
সিরিজের সূচি :
১ম টি-টোয়েন্টি ৫ জুলাই ঢাকা
২য় টি-টোয়েন্টি ৭ জুলাই ঢাকা
১ম ওয়ানডে ১০ জুলাই ঢাকা
২য় ওয়ানডে ১২ জুলাই ঢাকা
৩য় ওয়ানডে ১৫ জুলাই চট্টগ্রাম
১ম টেস্ট ২১-২৫ জুলাই চট্টগ্রাম
২য় টেস্ট ৩০ জুলাই-৩ আগস্ট ঢাকা
নিউজবাংলা/একে