টাঙ্গাইলের ভূঞাপুরে খুনের আসামি জনতার পিটুনিতে নিহত
নিউজবাংলা: শুক্রবার, ২৬ জুন:
ঢাকা: শুক্রবার সকালে ভূয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের কালিপুর গ্রামে এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে ভূঞাপুর থানার ওসি ফজলুল কবির জানান।
নিহত জোয়াদ আলী (৪৫) টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের মোহর আলীর ছেলে।
তিনি যমুনার নৌ ডাকাত সর্দার আসাদুলের সহযোগী এবং ২০১২ সালে সিরাজগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগ নেতা নাসির উদ্দিন হত্যা মামলার আসামি বলে জানান ওসি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, জোয়াদ আলী তার দুই সহযোগী নাসির উদ্দিন (৩২) ও ইয়াকুব আলীকে (৩০) নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে কালিপুর গ্রামের কৃষক ফজল মিঞার বাড়ি থেকে তিনটি গরু ও তিনটি ছাগল চুরি করে। এরপর তারা চুরি করা গরু ও ছাগল স্থানীয় শফির নৌকায় করে সরিয়ে ফেলে।
“স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জোয়াদ আলী, নাসির ও ইয়াকুবকে আটকে জিজ্ঞাসাবাদ করে। তারা চুরির কথা স্বীকার করলে উত্তেজিত জনতা তাদের ধোলাই দেয় এবং ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়।”
খবর পেয়ে শুক্রবার দুপুরে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আহত নাসির ও ইয়াকুবকেও পুলিশি পাহারায় ওই হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি বলেন, সংঘবদ্ধ এ চক্রটি দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, হত্যার মতো অপরাধ ঘটিয়ে আসছিল।
নিউজবাংলা/একে