নিউজবাংলা: শুক্রবার, ২৬ জুন:

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে পর্যটক আরোহী একটি বিমান বিধ্বস্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ওই এলাকার কয়েকটি দর্শনীয় স্থান ভ্রমণের জন্য বের হলে বিমানটি বিধ্বস্ত হয়।

নিহতের মধ্যে একজন বিমানের পাইলট এবং বাকিরা আরোহী ছিলেন। সূত্র জানায়, হল্যান্ড আমেরিকা লাইন থেকে উড্ডয়নের পর বিমানটি প্রথমে নিখোঁজ হয় বলে খবরে বলা হয়।

আলাস্কার জননিরাপত্তা বিভাগের কর্মকর্তা মেগান পিটার্স জানান, পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে বিমানটি বিধ্বস্ত হয়। জরুরি বিভাগের সদস্যরা বিমানের কাছে যেতে সক্ষম হলেও বিরূপ আবহাওয়ার কারণে তাদের উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।

তারা সেখান থেকে নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানটি ওই এলাকার দর্শনীয় স্থান ঘুরে দেখানোর কাজে নিয়োজিত ছিল বলে জানা যায়।

 

নিউজবাংলা/একে