নিউজবাংলা: শনিবার, ২৭ জুন:
মানিকগঞ্জ : মাদক সেবনে বাধা দেয়ায় মানিকগঞ্জে একই পরিবারের তিনজনকে কুপিয়ে আহত করেছে মাদকসেবীরা। আহতরা হলেন, সৌদি প্রবাসী কহিনুর ইসলামের স্ত্রী রোকেয়া বেগম (৩৫) এবং তার মেয়ে ফরিদা আক্তার (১৫) ও ছেলে ফরিদ হোসেন (১২)।
আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোর রাতে সিংগাইর উপজেলার বাইমাইল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মহসিন ও আশুতোষ নামে দুই মাদকাসক্ত যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কহিনূর বিদেশে থাকার সুবাদে তার বাড়িতে ভাই মজিবুর রহমানের ছেলে মহসিন বন্ধু-বান্ধব নিয়ে প্রায় প্রতিদিন নেশা করতো। মাদক সেবনে বাঁধা দিলে তার চাচীর উপর ক্ষিপ্ত হয় মহসিন। এর জের ধরে শনিবার সেহরির সময় মহসিন ও তার মাদকসেবী তিন বন্ধু রোকেয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এসময় রোকেয়া বেগমের ছেলে-মেয়ে এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা।
প্রতিবেশিরা আহতদেরকে উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সিংগাইর থানার ওসি সৈয়েদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মহসিন ও আশুতোষ নামে দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। বাকি দু’জনকেও আটকের চেষ্টা চলছে। থানায় মামলার প্রস্ততি চলছে।