নিউজবাংলা: সোমবার, ২৯জুন:

ঢাকা: তিনটি শর্ত মেনে নিলে ইরানের সঙ্গে ছয় জাতির চূড়ান্ত পরমাণু চুক্তি হতে পারে বলে জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফেবিয়াস।

চূড়ান্ত চুক্তির বিষয়ে শনিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সাংবাদিকদের উদ্দেশ্যে এক বিবৃতে তিনি এই কথা বলেন।

প্রথম শর্ত হিসেবে ফেবিয়াস বলেন, এমন নিশ্চয়তা থাকতে হবে যে, ইরান কোনো ধরনের পরমাণু অস্ত্র বানাতে চায় না।

দ্বিতীয়ত, প্রয়োজন হলে আন্তর্জাতিক পরিদর্শক দল ইরানের সামরিক স্থাপনাসহ যেকোনো স্থাপনা পরিদর্শন করতে পারবে।

তৃতীয়ত, চুক্তির পর ইরান যদি তা লঙ্ঘন করে তাহলে স্বয়ংক্রিয়ভাবে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা বহাল হবে।

অন্যদিকে ইরান বলছে, তার পরমাণু গবেষণা চলবে এবং কোনো মতেই সামরিক স্থাপনায় কাউকে পরিদর্শনের সুযোগ দেবে না। এছাড়া চুক্তি সইয়ের সঙ্গে সঙ্গেই তা বাস্তবায়নের জন্য ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

আগামী ৩০ জুন মঙ্গলবার শেষ হতে যাচ্ছে ইরান ও ছয় জাতির পরমাণু ইস্যুতে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর বেধে দেওয়া সময়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা রবিবার জানিয়েছেন, ইরানের পরমাণু চুক্তি ৩০ জুনের বেধে দেওয়া সময়ের মধ্যে হচ্ছে না। কেননা ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ আলোচনা সভা ছেড়ে আরো পরামর্শ করার জন্য তেহরানে ফিরে গেছেন।

ইউরোপীয় ইউনিয়ন বৈদিশিক নীতি বিষয়ক প্রধান ফ্রেডেরিকা মোগেরিনি বলেন, পরমাণু কর্মসূচীর ব্যাপারে ছয়জাতি ও ইরানের মধ্যে চুক্তিতে পৌঁছানো অসম্ভব নয়।

ভিয়েনা পৌছেঁ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি আরো কিছু দিন সময় প্রয়োজন হয়, আমরা নেব।

তিনি আরো বলেন, তবে সামনে কঠিন দিন আসছে। আস্তে আস্তে বিষয়টা কঠিন হয়ে যাচ্ছে। তবে এটা অসম্ভব নয়। এটা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার।

এক টুইট বার্তায় তিনি বলেন, ‘এই শেষ মুহুর্তে সব পক্ষের যদি একটা দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা থাকে, আমরা এটা সফল করতে পারি’।

নিউজবাংলা/একে