নিউজবাংলা: ১জুলাই, বুধবার:
ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের একটি বিদ্যালয়ে স্কুল-ড্রেসে সেরা হয়েছে হিজাব পরা মুসলিম বালিকা আবরার শাহিন। সে নিউ জার্সির ক্লিফটন হাইস্কুলের শিক্ষার্থী।
নর্থজার্সি ডট কম নামের একটি অনলাইন সাংবাদমাধ্যম জানিয়েছে, নিখুঁত মেক-আপ করে আবরার শাহিন। চিকন ঠোঁটে টানা করে লিপ-স্টিক ব্যবহার করে সে। চোখে হালকা রঙের আইলাইনার ও ভ্রুতেও হালকা ভ্রু পেন্সিল ব্যবহার তাকে আরো আকর্ষণীয় ও স্বভাবজাত করে তোলে।
নর্থজার্সি ডট কমে আবরার শাহিনের উদ্ধৃতি তুলে ধরা হয়েছে, ‘প্রতি বছর চিয়ারলিডার বা জনপ্রিয় কেউ ”সুন্দর পোশাক” পরিধানকারীর পুরস্কার জিতে নেয়। কিন্তু হিজাব পরা মেয়ে হয়েও এবার আমি পুরস্কার জিতেছি, সত্যিই বিস্ময়াভিভূত আমি।’
ফিলিস্তিনি বংশোদ্ভূত আবরার শাহিন স্কুলে পড়ার পাশাপাশি পোশাক বিক্রির একটি দোকানে কাজ করেন।
ক্লিফটন হাইস্কুলে ৩ হাজার ৩০০ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৫২ শতাংশ হিসপানিক, ৩৫ শতাংশ শ্বেতাঙ্গ, ৮ শতাংশ এশীয় এবং ৫ শতাংশ কৃষ্ণাঙ্গ।
নিউজবাংলা/একে