নিউজবাংলা: ২জুলাই, বৃহস্পতিবার:

ঢাকা: রোবট নিয়ে কাজ করার সময়ে সেই যন্ত্রমানবের হাতেই মৃত্যু হল ২২ বছরের এক যুবকের।

রোবটটি ওই যুবককে চেপে ধরে একটি ধাতব প্লেটের সঙ্গে পিষে দেয়। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে জার্মানির বনাটালের একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার কারখানায়। মৃত যুবক ওই সংস্থার কর্মী ছিলেন।
দুর্ঘটনার জন্য অবশ্য রোবটের যান্ত্রীক ত্রুটির কথা অস্বীকার করেছে ওই সংস্থা। উল্টে মৃত্যুর জন্য ওই যুবককেই দায়ী করেছে তারা। সংস্থার মুখপাত্র হেইকো হিলউইগ বলেন, ‘‘রোবটে কোনও সমস্যা ছিল না। রোবটের ক্ষেত্রে কিছু প্রোগ্রাম আগে থেকেই সেট করা থাকে। সেই অনুযায়ী কাজ করে ওই রোবট। এ ক্ষেত্রেও সেটি তা-ই করেছে। কারখানায় রোবট সাধারণত যন্ত্রাংশ নিয়ে এই ধরনের কাজই করে থাকে। ঘটনার দিন কয়েক জনের একটি দল রোবটটিকে নিয়ে কিছু কাজ করছিল। তখনই তাকে ভুল নির্দেশ দেয় ওই যুবক। রোবটের সামনে তখন শুধুমাত্র তিনিই ছিলেন। সে কারণেই এই ঘটনা।’’
দুর্ঘটনার সময়ে আরও কর্মী সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা কেন রোবটটি থামানোর চেষ্টা করলেন না? সংস্থার তরফ থেকে এই প্রশ্নের কোনও উত্তর দেওয়া হয়নি। উল্টে ওই সময়ে উপস্থিত অন্য কর্মীদের সঙ্গে কোনও যোগাযোগও করতে দেওয়া হয়নি সংবাদমাধ্যমকে। সংস্থার তরফে দাবি করা হয়েছে, ঘটনার অন্তবর্তী তদন্ত শুরু হয়েছে। ফলে এখনই এর চেয়ে বেশি কিছু জানানো সম্ভব নয়।

নিউজবাংলা/একে