নিউজবাংলা: ৫জুলাই, রোববার:

ঢাকা: নির্ধারিত সময়ে দুই দলের কেউ গোলের দেখা পায়নি। এরপর অতিরিক্ত সময়েও গোল করতে পারেনি আর্জেন্টিনা ও চিলি। ট্রাইব্রেকারে ৪-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে কোপা আমেরিকার নতুন চ্যাম্পিয়ান স্বাগতিক চিলি।

ম্যাচের নির্ধারিত সময়ে দু’দলের কেউ গোলের দেখা পায়নি। ছিলনা মেসির যাদু। ট্রাইব্রেকারে আর্জেন্টিনার পক্ষে গোল মিস করে হিগুয়েন। এরপর পরের বিনিগার শট ফিরিয়ে দেন ব্রাভো।

ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় স্বাগতিক চিলি। চিলিয়াদের গোল উৎসব থেকে বঞ্চিত করে আর্জেন্টিনা গোলকিপার রোমেরিও।আর্তুরো ভিদালের শট ফিরিয়ে দেন তিনি। এরপর ২২ মিনিটে আরেকবার সুযোগ পায় চিলি কিন্তু এ যাত্রা বারের উপরে দিয়ে বল পাঠিয়ে দেন এদুয়ার্দো ভার্গাস।

ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্জেন্টিনা। মেসির ফ্রি-কিক থেকে গোলপোস্টে মারেন আগুয়েরো কিন্তু এ যাত্রায় চিলিকে সেভ করে মেসির ক্লাব সতীর্থ গোলকিপার ব্রাভো। এরপর অতিরিক্ত মিনিটে লাভেজ্জির জোরালো শট ঠেকিয়ে দেন ব্যাভো।

ম্যাচের অন্তিম সময়ে আর্জেন্টিনার পক্ষে সুযোগ পান আগুয়েরোর বদলি হিগুয়েন। মেসির ম্যাজিকে লাভেজ্জির ক্রস থেকে তুলির শেষ আচড় দিতে ব্যর্থ হন তিনি। এরপর কেলা গড়ায় অতিরিক্ত ৩০মিনিটে।

১০৫মিনিটে চিলির বিপক্ষে কর্ণার পায় আর্জেন্টিনা। কিন্তু কর্ণার থেকে পাল্টা আক্রমণে যায় চিলি। কিন্তু এ যাত্রায় আবারও বারের উপর দিয়ে বল মারেন তারকা স্ট্রাইকার সানচেজ।

১২০ মিনিটেও গোল করতে পারেনি দু’দলই। খেলা গড়ায় ট্রাইবেকারে।

আর্জেন্টিনার হয়ে ফাইনালের মঞ্চে শুরুতেই মাঠে নামেন সার্জিও রোমেরো, জাবালেতা, দেমিসিলিচ, অতামেন্ডি, মার্কোস রোহো, লুকাস বিগলিয়া, মাশচেরানো, পাস্তোরে লাভেজ্জি, লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো এবং অ্যাঞ্জেল ডি মারিয়া। অপরদিকে, চিলির হয়ে মাঠে নামেন ক্লদিয়ো ব্রাভো, ইসলা, মেদেল, সিলভা, বেউসেজোর, ভিদাল, ডিয়াজ, আরানগুয়েজ, ভালদিভিয়া, ভার্গাস এবং অ্যালেক্সিজ সানচেজ।

 

নিউজবাংলা/একে