নিউজবাংলা: ৫জুলাই, রোববার:

ঢাকা: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ১৫ থেকে ২০ জুলাই মোট ৬ দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।



সূত্র জানা যায়, ৬ দিন ডিএসই ও সিএসইর লেনদেন পাশাপাশি পুঁজিবাজারের যাবতীয় কার্যক্রমও বন্ধ থাকবে। ঈদের ছুটির পর ২১ জুলাই থেকে পুঁজিবাজারের লেনদেন আবার শুরু হবে। ওই সময় সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে।

এদিকে রমজান মাসে সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে বেলা দেড়টায় শেষ হচ্ছে। এর ফলে স্বাভাবিক সময়ের তুলনায় রমজানে ১ ঘণ্টা কম সময় লেনদেন হচ্ছে।

ছুটরি পর একই সঙ্গে দুই স্টক এক্সচেঞ্জের অফিস আগের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।

নিউজবাংলা/একে