নিউজবাংলা: ৫জুলাই, রোববার:

ঢাকা: বর্তমান বিশ্বে অন্যতম প্রযুক্তি-প্রতিষ্ঠান অ্যাপেলে কাজ করার ভাগ্য সবার হয় না। তাদের কর্মকর্তাদের বেতনের অঙ্কটা যে আকাশছোঁয়া হবে, এ তো জানা কথা।

তবে শুধু কর্মকর্তা তো নয়, অ্যাপলে এমনকি ইন্টার্নশিপ করতে পারলেও কিন্তু আপনি কম ভাগ্যবান নন। সম্মান তো আছেই, সেইসঙ্গে অ্যাপলের ইন্টার্নদের বেতন শুনলেও যে কেউ ঘাবড়ে যেতে পারেন।

অ্যাপলে ইন্টার্নদের প্রতি মাসে মাইনে দেওয়া হয় প্রায় সাত হাজার মার্কিন ডলার (প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা)। অ্যাপেলের এক প্রাক্তন ইন্টার্ন জানিয়েছেন, তার সময়ে পার্ট-টাইম ইন্টার্নদের মাসে আড়াই হাজার ডলার আর ফুল-টাইম ইন্টার্নদের মাসে ৫ হাজার ডলার করে বেতন দেওয়া হত।

যদি কোনও প্রার্থী ইন্টারভিউতে নির্বাচিত হোন আর ইন্টারশিপ করার সুযোগ পান, তাহলে অ্যাপল ওই প্রার্থীকে প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্মের বিষয়ে মুখ না খোলার নির্দেশ দেয়। শুধু নির্দেশ দেওয়া নয়, ওই প্রার্থী তাদের নির্দেশ মান্য করছে কিনা সেই বিষয়েও লক্ষ্য রাখা হয়। এজন্য একটি বিশেষ বিভাগ রয়েছে অ্যাপেলের।

নিউজবাংলা/একে