ঢাকা : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌরশহর এলেঙ্গায় অবস্থিত বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল ও মসলার গুদামে অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ও পুলক চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ও ৫৩ ধারায় এলেঙ্গা হাসপাতাল লিমিটেডের ভুয়া ডাক্তার হিসেবে চিকিৎসা দেওয়ার জন্য আরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং অপরিষ্কার ও নোংরা পরিবেশের কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ টাকা, এলেঙ্গা ডায়াবেটিক হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পুরাতন ভূঞাপুর রোডে মসলার গুদামে ভেজাল পণ্য রাখা ও বাজারজাতকরণের জন্য আব্দুল বারেক মিয়াকে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২০ দিনের জেল দেয়া হয়। এসময় রং মেশানো ভেজাল মসলার বস্তাগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।