নিউজবাংলা: ৭জুলাই, মঙ্গলবার:

ঢাকা : ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে গণমাধ্যম ভিত্তিহীন তথ্য দিচ্ছে বলে মনে করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

মঙ্গলবার সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

কামরুল বলেন, ‘গত ১০/১৫ দিন যাব পত্র-পত্রিকায় এ গম নিয়ে লেখালেখি হচ্ছে। কয়েক দিন আগে কুষ্টিয়ার স্থানীয় এক এমপি গুদামে গম প্রবেশে বাধা দিয়ে পরবর্তীতে তাকে ‘ভুল বোঝাবুঝি’ বলে একটি টেলিভিশন চ্যানেলে স্বীকার করেছেন। আমি জানি না, কাগজে কিসের ভিত্তিতে এসব গমের ছবি দেওয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘একটা পত্রিকায় দেখলাম, আমার ছবিও বিকৃত করে ছাপা হয়েছে। আসলে এই গম নিয়ে একটি রাজনৈতিক মহল আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। আমি এটাও বলছি, যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আমদানি করা গমের নমুনা নিয়ে যেকোন জায়গায় পরীক্ষা করতে চান, তাহলে আমি তাদেরকে সব ধরনের সহযোগিতা দেব।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করছেন বলেও এ সময় দাবি করেন তিনি।

‘আপনারা পরীক্ষা করুন’- গণমাধ্যমের উদ্দেশ্যে এমন আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘আপনারা তথ্য ছাড়াই এমন ভিত্তিহীন খবর পরিবেশন করছেন। হ্যাঁ, গমগুলো দেখতে কিছুটা খারাপ, দেখলে কেউ পছন্দ করবে না। কিন্তু গুনগত মান খারাপ নয়।’

নিউজবাংলা/একে