নিউজবাংলা: ৭জুলাই, মঙ্গলবার:

ঢাকা : সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কারের বিষয়টি চিঠি দিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জানিয়েছে আওয়ামী লীগ।

আট মাস আগে লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হলেও এতোদিন বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত ছিলেন না স্পিকার। আওয়ামী লীগের পক্ষ থেকে বিষয়টি সংসদ সচিবালয়কে অবহিত করা হয়নি এতোদিন। ৫ই জুলাই আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো চিঠি পৌঁছে বলে সংসদ সচিবালয় নিশ্চিত করেছে। চিঠি পাওয়ার পর স্পিকার লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বহাল রাখার বিষয়ে কি সিদ্ধান্ত নেন তাই এখন দেখার বিষয়।
মহানবী (সা.) এবং হজ নিয়ে কটুক্তির কারণে বিভিন্ন মহলের দাবির মুখে ক্ষমতাসীন আওয়ামী লীগ গতবছর অক্টোবরে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি দল থেকেও বহিষ্কার করে। এরইমধ্যে ধর্ম অবমাননার মামলায় আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠায় আদালত। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর গত ২৯শে জুন মুক্তি পেয়ে তিনি বাসায় ফিরেন। লতিফ সিদ্দিকী মুক্ত হওয়ার পর তাকে ফের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি পালন করছে বিভিন্ন ইসলামী  দল ও সংগঠন।

নিউজবাংলা/একে