নিউজবাংলা: ৮জুলাই, বুধবার:

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে চালক-হেল্পার নিহত হয়েছে।

বুধবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো- ট্রাকের চালক জামালপুর জেলার হরিপুর এলাকার রহিজ মিয়ার ছেলে মামুন ইসলাম (২৮)। অপরজন কাপড় ব্যবসায়ী মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলার দুহারিয়া পাড়া এলাকার শফিজ উদ্দিন শেখের ছেলে আনোয়ার হোসেন (৫০)। গোড়াইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে পেছন থেকে অপর একটি সিমেন্ট বোঝাই ট্রাক রড বোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিমেন্ট বোঝাই ট্রাকের চালক ও হেল্পার নিহত হয়। এই ঘটনার পর বেশ কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ট্রাক দুটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

নিউজবাংলা/একে