‘মধ্যম আয়ের দেশ’ বলে লুণ্ঠন আড়ালের চেষ্টা হচ্ছে’
নিউজবাংলা: ৮জুলাই, বুধবার:
নিউজবাংলা ডেস্ক: মধ্যম আয়ের দেশের কথা বলে সরকারি সকল লুণ্ঠনকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সদস্য শুভ্রাংশু চক্রবর্তী।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার সকালে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
কৃষি, স্বাস্থ্য, পরিবহন, কর্মসংস্থানসহ জনগণের বেঁচে থাকার মৌলিক অধিকার বাস্তবায়নের দাবিতে পদযাত্রার আগে এ সমাবেশের আয়োজন করে বাসদ (মার্কসবাদী)।
শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ‘দেশে যারা অল্প জমির মালিক, যারা মধ্যবিত্ত তারাই সবচেয়ে বিপন্ন। কিন্তু সরকারি আমলারা মধ্যম আয়ের দেশের কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছে। এ মধ্যম আয়ের দেশের কথা বলে সরকারি সকল লুণ্ঠনকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে।’
দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) নামে যে কর্মসূচি দিয়েছে তার পুরো টাকা স্থানীয় মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা ভাগবাটোয়ারা করে খাচ্ছেন।
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর সম্পর্কে তিনি বলেন, ‘উপমহাদেশীয় অঞ্চলে নতুন আগ্রাসনের নাম ভারত। ভারত সরকার বাংলাদেশ সফরে যে চুক্তিগুলো করেছে তার পুরোটাই ভারতীয় স্বার্থে। চুক্তি অনুযায়ী তারা নিজের স্বার্থে আমার দেশের স্থলপথ, জলপথ ব্যবহার করবে। পক্ষান্তরে আমাদের অভ্যন্তরীণ রুট ব্যবহারের ফলে যে ক্ষতি হবে সেটার ব্যাপারে কোনো প্রতিকারের কথা বলা হয়নি।’
শুভ্রাংশু বলেন, ‘বর্তমানে মৌলবাদের বিরুদ্ধে কোনো কথা বললেই তাকে খুন করা হয়। কিন্তু এর কোনো বিচার হয় না।’
তিনি বলেন, ‘নিজের মত প্রকাশের জন্য সম্প্রতি অভিজিৎ, জয়ন্ত, ওয়াশেকুর রহমানকে খুন করা হল। কিন্তু কেন বিচার হলো না। আমরা কোন গণতান্ত্রিক দেশে বসবাস করছি?’
শুভ্রাংশু বলেন, ‘সরকার বলছে খাদ্য আমাদের দেশে উদ্বৃত্ত হচ্ছে। কিন্তু কৃষকরা এখনো ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। স্বাস্থ্য খাতকে ক্রমান্বয়ে প্রাইভেট সেক্টরে পরিণত করছে। প্রাইভেট ক্লিনিক, হাসপাতালে মধ্যবিত্ত মানুষ স্বাস্থ্যসেবা নিতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছে আর গরিবদের জন্য স্বাস্থ্যসেবা বলতে কিছুই অবশিষ্ট নেই।’
আগামী ১১ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে দীর্ঘস্থায়ী আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে একটি মিছিল শুরু হয়ে পল্টন মোড় ঘুরে আবার প্রেস ক্লাবে এসে শেষ হয়। এতে আরো উপস্থিত ছিলেন- বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সদস্য মানস নন্দী প্রমুখ
নিউজবাংলা/একে