নিউজবাংলা: ৮জুলাই, বুধবার:
ঢাকা : মঙ্গলবার শ্রীলংকার পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩ ম্যাচ সিরিজের শেষ টেস্টে স্বাগতিক দলকে ৭ উইকেটে হারানোর ফলে একলাফে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তান।
ওই জয়ের ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারীরা।
আইসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে থেকে সিরিজে অংশ নেয়া পাকিস্তান দল লংকানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের মাধ্যমে চারটি মূল্যবান রেটিং পয়েন্ট অর্জন করেছে। ফলে আঁটোসাঁটো অবস্থায় থাকা পয়েন্ট টেবিলের তিনধাপ উপরে চলে আসে পাকিস্তান।
শ্রীলংকার বিরুদ্ধে পাকিস্তানের জয়ের নায়ক ইউনিস খান। পাকিস্তান এখন ২য় স্থানধারী অস্ট্রেলিয়ার সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান রচনা করে তৃতীয় অবস্থানে রয়েছে। অপরদিকে ১৩০ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে থেকে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। আর ভারত নেমে গেছে ৫ম অবস্থানে।
অপরদিকে শ্রীলংকা সিরিজ হারের পাশাপাশি হারিয়েছে ৪টি রেটিং পয়েন্ট। ফলে ৯২ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম আবস্থানে নেমে গেছে দলটি। ৯৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে ইংল্যান্ড। ৪১ পয়েন্ট নিয়ে তালিকার ৯ম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল :