ঢাকা : ফেসবুকের ঘাড়ে একগাদা দায়িত্ব চাপিয়ে আপনি হয়তো নিশ্চিত হয়ে যান, কিন্তু সেটা নিয়েই ভাবনায় থাকতে হয় ফেসবুককে।
পৃথিবীব্যাপি কোটি কোটি ব্যবহারকারীর সুবিধার্থে এবার নতুন আর একটি বাড়ি বানাচ্ছে ফেসবুক। এটা হবে ফেসবুকের পঞ্চম বাড়ি।
টেক্সাসের ফোর্ট ওর্থে নতুন এক বায়ু-চালিত ডাটা সেন্টার বানাচ্ছে ফেসবুক। আপনি উঠতে বসতে, ঘুমাতে, জেগে থাকতে তোলা যেসব ছবি বা ভিডিও ফেসবুকে পোস্ট করেন সেসব এখানেই জমা থাকবে। এটা ফেসবুকের পঞ্চম ডাটাসেন্টার।
নতুন ঘর তৈরিতে ফেসবুক খরচ করবে ৫০০ মিলিয়ন ইউএস ডলার। ৫ লাখ স্কয়ার ফিটের এই নতুন অফিসে সবসময় থাকবে ৪০ জন কর্মী।
ফেসবুকের নতুন এই বাড়িটি পুরোটাই নবায়নযোগ্য শক্তি ব্যবহার করেই পরিচালিত হবে। শুধু তাই নয়, চুক্তি অনুসারে ১.৪ বিলিয়ন সামাজিক যোগাযোগ ব্যবহারকারী ২০০ মেগাওয়াট বায়ু শক্তি সরবরাহ করবে টেক্সাসে।
ফেসবুকের এই নতুন ঘরে এয়ার-কন্ডিশনারের বদলে ব্যবহৃত হবে প্রাকৃতিক বাতাস। একই সাথে পুরো অফিসটাতেই শক্তি-উপযোগী সার্ভার ব্যবহার করা হবে। দূষণ দূর করার জন্য এই অফিসে সবক্ষেত্রেই পুনঃব্যবহারযোগ্য শক্তি ব্যবহারকরা হবে বলেও জানা গেছে।
চারবছর আগে থেকেই এই ডাটা সেন্টারের ডিজাইন করেছিলো ফেসবুক। অবশেষে সেটা তৈরি হচ্ছে টেক্সাসে।