অনুশীলনের ফাঁকে আমলাদের “মহৎ কাজ
নিউজবাংলা: ১৪ জুলাই, মঙ্গলবার :
ঢাকা: গতকাল চট্টগ্রাম পৌঁছে সোজা হোটেলে উঠেছে দুই দল। কেউ ব্যাট-বল হাতে নেননি।
আজ অনুশীলন করার কথা আছে সফরকারী দক্ষিণ আফ্রিকার। অনুশীলনের ফাঁকে একটি ফাউন্ডেশনের শিশুদের সঙ্গে সময় কাটাবেন আফ্রিকান ক্রিকেটাররা।
বিসিবি সূত্রে জানা গেছে, ওই ফাউন্ডেশনের নাম ইন্টারন্যাশনাল পলিয়েটিভ কেয়ার নেটওয়ার্ক। দাতব্য এই সংস্থাটি পলিও আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করে। এছাড়া পলিও সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতেও কাজ করে থাকে তারা।
দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত ওই সংস্থাটিকে সময় দিবেন ডিকক-আমলারা।
অন্যদিকে বাংলাদেশ দল অনুশীলনে নামবে বিকেল তিনটায়।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। আগামীকাল ১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ম্যাচে লড়বে দুই দল।
এর আগে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে।
নিউজবাংলা/একে