নিউজবাংলা: ১৪ জুলাই, মঙ্গলবার :

ঢাকা: আজ মঙ্গলবার পবিত্র শবে কদর। ধর্মীয় ভাব-গাম্ভীর্য এবং এবাদত বন্দেগীর মধ্য দিয়ে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রাতটি পালন করবেন মুসলিম ধর্মাবলম্বীরা।

প্রতিবছর মাহে রমজানের ২৬ তারিখ দিবাগত রাতে পালন করা হয় পবিত্র শবে কদর।

ইসলাম ধর্ম মতে, এই রাতে মহানবী হযরত মোহাম্মদ (সা:) অনুসারীদের সম্মান বৃদ্ধি হয় এবং মানবজাতির ভাগ্য পুননির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে অত্যন্ত পুণ্যময় ও মহিমান্বিত এই রাত।

তাফসিরের সহি কিতাবে বর্ণনা আছে, কদরের আরেক অর্থ তকদির এবং পরিমাণ নির্ধারণ। এ রাত্রিতে পরবর্তী এক বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের জন্ম, মৃত্যু, বিয়ে, রিযিক ও আয়-উপার্জনের পরিমাণ নির্দিষ্ট ফেরেশতাদেরকে লিখে দেওয়া হয়।

শবে কদর পালন উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

শবে কদর উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাতের কর্মসূচি নেওয়া হয়েছে। এ উপলক্ষে আগামীকাল বুধবার সরকারি ছুটি থাকবে।

পবিত্র রজনী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

নিউজবাংলা/একে