নিউজবাংলা: ১৪ জুলাই, মঙ্গলবার :

ঢাকা: জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান বলেছেন, সিলেটের কিশোর শেখ শামিউল আলম রাজনকে চুরির অভিযোগে প্রকাশ্য দিবালোকে ৫/৬ জন উচ্ছৃংখল যুবক প্রায় আধা ঘণ্টা নির্যাতন চালিয়ে যেভাবে হত্যা করেছে তা কোনো সভ্য সমাজে কল্পনা করা যায় না।

দেশের যুবসমাজের মধ্যে যে কি সাংঘাতিক নৈতিক অবক্ষয় ঘটেছে কিশোর শেখ শামিউল আলম রাজনের লোমহর্ষক হত্যাকাণ্ড তারই জলন্ত প্রমাণ। এ ঘটনার দ্বারাই প্রমানিত হচ্ছে যে, বর্তমান সরকারের দু:শাসন ও কুশাসনের ফলে দেশের যুবসমাজ চাঁদাবাজী, টেন্ডারবাজী, মাদকব্যবসা এবং খুনাখুনি ও সন্ত্রাসে জড়িয়ে পড়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের উদ্দেশ্যে দলীয় সন্ত্রাসীদের ন্যায় ব্যবহার করার কারণেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দেশের মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই।

গত ৮ জুলাই সকাল ৭টায় সিলেট-সুনামগঞ্জ রোডের কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকার সুন্দরআলী মার্কেটের একটি ওয়ার্কশপের সামনের বারান্দার খুটির সাথে পিট মোড়া করে বেঁধে রেখে শেখ শামিউল আলম রাজন নামের একটি বালককে চুরির অভিযোগে দুর্বৃত্তদের নৃশংসভাবে পিটিয়ে হত্যা করার নির্মম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ সোমবার দেয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন।

বিবৃতিতে ডা. শফিক সিলেটের সুন্দর আলী মার্কেটের সামনে খুটিতে বেঁধে শেখ শামিউল আলম রাজনকে নৃশংসভাবে হত্যা করার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দান করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি নিহত কিশোর শেখ শামিউল আলম রাজনের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করেন।

 

নিউজবাংলা/একে