নিউজবাংলা: ১৬ জুলাই, বৃহস্পতিবার :

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্তের বিপরীত থেকে জিয়াবুল ইসলাম (২৮) নামে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে ভারতের মালদা সীমান্তের কেদারিপাড়া থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

জিয়াবুল পোরশা উপজেলার চকবিষ্ণুপুর গ্রামের আবদুর রহিমের ছেলে।

জানা গেছে, ভোর রাতে জিয়াবুলসহ কয়েকজন বাংলাদেশি ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসছিল। এ সময় তারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ভোর রাতে তারা গরু নিয়ে আসার পথে মালদা সীমান্তের ২৩১নং পিলারের কেদারিপাড়ায় পৌঁছলে বিএসএফ তাদেরকে ধাওয়া করে। এ সময় জিয়াবুলকে ধরে নিয়ে যায় তারা।

এ ব্যাপারে নওগাঁ-১৪ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান জানান, জিয়াবুলকে ভারতের হবিবুর থানায় হস্তান্তর করেছে বিএসএফ।

 

নিউজবাংলা/একে