নিউজবাংলা: ১৭ জুলাই, শুক্রবার :
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এ জন্য রাজধানীতে ঈদের জামাতের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইতিমধ্যে ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এ জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা জালালুদ্দিন আল কাদেরী এতে ইমামতি করবেন বলে জানা গেছে।

জাতীয় মসজিদ বায়তুল মুকাররম মসজিদে সকাল ৭টা থেকে শুরু হয়ে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

সকাল ৭টায় যেসব জামাত : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী এতে ইমামতি করবেন। একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের ঐতিহ্যবাহী মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় জামে মসজিদে।

সকাল সাড়ে ৭টায় যেসব জামাত : বেরাইদ কেন্দ্রীয় ঈদগাহ, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। একই সময়ে মিরপুর-১১ নম্বরে মসজিদ বায়তুল ফালাহ কমপ্লেক্সে এবং দক্ষিণ মুগদাপাড়া ব্যাংক কলোনি রসুলবাগ জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সকাল ৮টায় যেসব জামাত : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। একই সময় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে নিউমার্কেট এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদ, আরামবাগ দেওয়ানবাগ বাবে রহমতের ঈদুল ফিতরের প্রথম জামাত, মানিকনগর পুকুরপাড় জামে মসজিদ, সায়েদাবাদ আরজুশাহ পাক দরবার শরিফ বড় জামে মসজিদ, গেন্ডারিয়া ধুপখোলা মাঠ, বাসাবো খেলার মাঠ, পল্লবী ডি-ব্লক ঈদগাহ মাঠ, মগবাজার বিটিসিএল কলোনি জামে মসজিদ, আবুজর গিফারী কলেজ মাঠ, বেরাইদ নতুন ঈদগাহ, বংশাল বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৮টায় যেসব জামাত : পুরান ঢাকা লক্ষ্মীবাজার জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। একই সময় খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ ময়দান, মীরের বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, মিরপুর ১১ নম্বর মসজিদ বায়তুল ফালাহ কমপ্লেক্সের দ্বিতীয় জামাত, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার বসুগাঁও মীরবাড়ি ঈদগাহ ময়দান, দক্ষিণ মুগদাপাড়া ব্যাংক কলোনি রসুলবাগ জামে মসজিদের দ্বিতীয় জামাত, নারায়ণগঞ্জ পূর্বগ্রাম ঈদগাহ মাঠ, সরকারি মাদরাসা-ই-আলিয়া মাঠ, ঢাকা রেলওয়ে স্টেশন প্লাটফরম, গুলশান সেন্ট্রাল জামে মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সকাল ৯টায় যেসব জামাত : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান।

সকাল সাড়ে ৯টায় যেসব জামাত : দেওয়ানবাগ বাবে রহমতে ঈদুল ফিতরের নামাজের দ্বিতীয় জামাত, গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় যেসব জামাত : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন কাশেমী। এ ছাড়া দেওয়ানবাগ বাবে রহমতে ঈদুল ফিতরের তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

সকাল ১০টার পর যেসব জামাত : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

নিউজবাংলা/একে