যে কারণে একদিন আগেই ৪০ গ্রামে ঈদ
নিউজবাংলা: ১৭ জুলাই, শুক্রবার :
চাঁদপুর : সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে চাঁদপুরের ৪০টি গ্রামের লক্ষাধিক মানুষ। শুক্রবার এসব গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করেছেন।
বাংলাদেশে কবে ঈদ উদযাপন করা হবে তা নির্ভর করছে চাঁদ দেখা কমিটির ওপর। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি।
চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মাও ইসহাক আরব দেশসমূহের সাথে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালনের এ নিয়ম চালু করেন।
হাজীগঞ্জে যেসব গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হাজীগঞ্জের সাদ্রা, বলাখাল, রামপুর, অলিপুর, রামচন্দ্রপুর, ফরিদগঞ্জের বাশারা, শোল্লা, চৌরাঙ্গা, গড়িয়ানা, মুন্সীরহাট, কাইতাড়া, নুরপুর, মূলপাড়া, বদরপুর, প্রতাপপুর, মহেশপুর, তেলিসাইর, উভারামপুর, সুরঙ্গচাল, সাচনমেঘ, সমেশপুর প্রমূুখ।
সকাল ১০টায় হাজীগঞ্জে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সাদ্রা ঈদ গাহ ময়দানে। এখানে ইমামতি করেন বড় পীরজাদা আলহাজ আবু জাফর মো. আব্দুল হাই। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় শমেসপুর ঈদ গাহ ময়দানে। এখানে ইমামতি করেন সাদ্রা দরবার শরীফের পীরজাদা আলহাজ আবু ইয়াহিয়া মো. আক্কাস আল মাদানী।
মুন্সির চোরাঈদগাহ ময়দানে সকাল ১০টায় ঈদের জামাতে ইমামতি করেন মাও. আবু হানিফ ও সকাল সাড়ে ৯টায় মুন্সির বাজার মসজিদে মাও. রহমত উল্যাহ।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রার বর্তমান পীর সাহেব মাওলানা আবু জুফার মো. আব্দুল হাই সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ জামাত প্রসঙ্গে বলেন, তাদের সাথে দেশের আরো ২৫টি জেলার অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহাসহ ধর্মীয় সব উৎসব পালন করে থাকেন।
সৌদি আরবসহ প্রায় ৬৫টি দেশে পবিত্র পবিত্র ঈদুল ফিতর আজ পালিত হচ্ছে। মতলব উত্তর উপজেলার ১৮টি গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। উপজেলার মোহনপুর ইউনিয়নস্থ পাঁচানী, বাহেরচর পাঁচানী, আইটাদি পাঁচানী, দেওয়ানকান্দি, লতুর্দী, সাতানী ও দক্ষিণ মাথাভাঙ্গার আংশিক, সাদুল্যাপুর ইউনিয়নের আমিয়াপুর গ্রামের একাংশ, ইসলামবাদ ইউনিয়নের মধ্য ইসলামবাদ গ্রামের একাংশ, ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর গ্রামের একাংশে ঈদ উদযাপন হচ্ছে।
এখলাছপুর ইউনিয়নের মধ্য এখলাছপুর (বড়ইকান্দি) গ্রামের একাংশ এবং ফরাজীকান্দি ইউনিয়নের ফরাজীকান্দি, রামদাশপুর, চরমাছুয়া, হাজিপুর, দক্ষিণ রামপুর, সরকারপাড়া ও ঠাকুরপাড়া গ্রামগুলোর একাংশ মুসলমানরা ঈদ উদযাপন করছে।
মোহনপুর ইউনিয়নের ৭টি গ্রামের মুসলমানরা অনেক বছর ধরেই এভাবে ঈদ উদযাপন করে আসছে। চট্টগ্রামের মির্জাখিল দরবার শরীফের অনুসারী হিসেবে এভাবে সঠিক সময়ে ঈদ উদযাপন করে আসছে তারা।
নিউজবাংলা/একে