টাঙ্গাইলে আওয়ামীলীগ কার্যালয়ে হামলা ভাংচুর॥ সাংবাদিকসহ আহত ৭॥ মেয়র মুক্তির বাস ভবন ঘিরে রেখেছে পুলিশ
নিউজবাংলা: ১৭ জুলাই, শুক্রবার :
আব্দুল্লাহ আল নোমান:
টাঙ্গাইলে আজ শুক্রবার বিকেলে আওয়ামীলীগ এর অভ্যন্তরীন কোন্দলে প্রতিপক্ষের হামলায় জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর হয়েছে।
হামলায় শহর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু সাইদ খান পিয়ারা সহ ৭ নেতা-কর্মী আহত হয়েছে। এঘটনার ছবি ধারন করার সময় সন্ত্রাসীরা সময়টিভির ক্যামেরা ভাংচুর করে এবং ক্যামেরা পার্সন আব্দুর রশীদ কে পিটিয়ে আহত করে। সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষনিকভাবে সাংবাদিকরা শহরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সংসদ সদস্য আমাননুর রহমান খান রানা ও তার ছোট ভাই পৌর মেয়র শহিদুর রহমান খান মুক্তি হাই কোর্ট হতে জামিন নিয়ে শুক্রবার বাসায় আসলে তাদের বাসায়ও হামলা চালানো হয়। এ নিয়ে শহরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এর পর হামলাকারীরা পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তির বাস ভবনে হামলা চালিয়ে ইট পাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পুলিশ মেয়র মুক্তির বাস ভবন ঘিরে রেখেছে। সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষনিকভাবে সাংবাদিকরা শহরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে। প্রেসক্লাব হতে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় প্রেক্লাব প্রাঙ্গনে এসে সমাবেশে মিলিত হয়। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।
নিউজবাংলা/একে