নিউজবাংলা: ১৭ জুলাই, শুক্রবার :

ঢাকা: বাংলাদেশের আকাশে আজ যদি চাঁদ দেখা যায়, তাহলে আগামিকাল দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

কিন্তু অনেকেই ঈদের নামাজের নিয়্যত না জানার কারণে ঈদগাহে নামাজ আদায় করতে যেতে চায়না। তাই এখনই জেনে নিন ঈদের নামাজের সঠিক নিয়্যত।

‘নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা আলা রাকয়া তাই ছালাতি ঈদিল আদ্বহা মায়া ছিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তা আলা ইক্বতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।’

 

 

নিউজবাংলা/একে