নিউজবাংলা: ২০জুলাই, সোমবার :

ঢাকা: তিন দিনের ঈদের ছুটির পর প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে আজকের কর্মদিবস শুরু হয়েছে।

তবে ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় সর্বত্রই একটা ঢিলেঢালাভাব লক্ষ্য করা গেছে।সকাল নয়টায় অফিস শুরু হওয়ার পর দু/একজন করে আসতে শুরু করেন। তবে কোলাকুলি, হ্যান্ডশেক আর গ্রামের বাড়িতে আসা যাওয়ার ঝক্কিঝামেলার গল্পগুজবের মধ্যদিয়েই শুর হয় দিবসটি।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাঙ্গা ভাব ফুটে উঠেছে।ঈদের আগে এই মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ হওয়া এবং ঈদের পর প্রথম কর্মদিবসে আজ তাঁর মন্ত্রণালয়ে অফিস করার কথা থাকায় সকালেই এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাাত আরা সাদেক, সচিব কামাল আবদুল নাসেরসহ অন্যান্য কর্মকর্তারা মন্ত্রণালয়ে এসে হাজির হয়েছেন।

নতুন নিয়োগ পাওয়া মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের জন্য তারা প্রতিক্ষার প্রহর গুণছিলেন।

যে কোনো সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ মন্ত্রণালয়ে যাবেন বলে তারা মনে করছেন। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত।

ঈদের আগে সৈয়দ আশরাফের সঙ্গে দেখা করেন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। তখন সৈয়দ আশরাফ তাকে ঈদের পর প্রথম কর্মদিবসে অফিস করার কথা জানিয়েছিলেন।

ঈদের আগে মন্ত্রিসভায় যে কিছু রদবদল হয় সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সৈয়দ আশরাফকে সরিয়ে প্রথমে দপ্তরবিহীন মন্ত্রী এবং পরে জনপ্রশাসন মন্ত্রী করা হয়।

নিউজবাংলা/একে