নিউজবাংলা: ২০জুলাই, সোমবার :

 

ঢাকা: ছাত্রদলের সভাপতি রাজীব আহসানসহ ছয়জনকে কুয়াকাটা যাওয়ার পথে পটুয়াখালীতে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ফেরিঘাট থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জেলা পুলিশের সদর সার্কেলের এএসপি মো. সাহেব আলী পাঠান জানান।

তিনি বলেন, দুমকি থানার একদল পুলিশ রাত পৌনে ১২টার দিকে ফেরিঘাট থেকে তাদের গ্রেফতার করে।

পরে রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, একটি সাদা প্রাইভেটকারে রাজীবসহ পাঁচজন ছিলেন।

ফয়েজ আহমেদের দাবি “তাদের গাড়ি তল্লাশি করে ৪৫টি ইয়াবা পাওয়া গেছে। এছাড়া রাজীবের বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে।”

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার বলেছেন, ঢাকায় ঈদ করে রোববার সকালে বরিশালের মেহেদীগঞ্জে গ্রামের বাড়িতে যান রাজীব।

সাত্তার বলেন,“বাড়িতে স্বজনদের সঙ্গে দেখা করে ও বাবার কবর জিয়ারত করে পটুয়াখালীতে এক আত্মীয়ে বাড়িতে যান তিনি। সেখান থেকে ঢাকায় ফেরার পথে তাকে গ্রেফতার করে পুলিশ।”

নিউজবাংলা/একে