ইরানে পাহাড়ি ঢলে ভেসে গেছে ২৫ গাড়ি, নিহত ৫
নিউজবাংলা: ২০জুলাই, সোমবার :
ঢাকা: ইরানের রাজধানী তেহরানের উত্তরে পাহাড়ি ঢলে ব্যস্ত পার্বত্য সড়ক ভেসে গিয়ে অন্তত পাঁচজন মারা গেছে।
কারাজ নদীর কাছে চালুস সড়কে প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে অন্তত ২৫টি গাড়ি নিখোঁজ হয়ে যায়। এ সব গাড়ি আরোহীদের বরাতে কি ঘটেছে তা এখনো জানা যায় নি। আলর্বোজ প্রদেশের উপ গভর্নর মোহাম্মদ তাকি এ কথা জানিয়েছেন।
অবশ্য প্রাথমিক হিসেবের ভিত্তিতে তিনি জানান, পাহাড়ি ঢলে আশেপাশের গ্রামগুলোত ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ছাড়া, সড়কসহ অনেক অবকাঠামোরও ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
পানিতে কোনো কোনো গ্রাম তলিয়ে গেছে, সড়ক যোগাযোগ ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রোববার রাতে দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চালানো কষ্টকর হয়ে পড়ে। ইরানের রাজধানী তেহরানে রোববার বিকেলে হঠাৎ ঝড়-বৃষ্টি হয়েছে।
নিউজবাংলা/একে