নিউজবাংলা: ২০জুলাই, সোমবার :

ঢাকা: আফগানিস্তানের লোগহার প্রদেশে আজ (সোমবার) দুই মার্কিন হেলিকপ্টারের হামলায় অন্তত ১৪ আফগান সেনা পুড়ে মর্মান্তিক ভাবে নিহত হয়েছে। রাজধানী কাবুলের দক্ষিণে এ প্রদেশের বারাকি বারাক জেলার একটি চেক পয়েন্টের ওপর এ হামলা করা হয়।

বারাকি বারাকের জেলা প্রশাসক মোহাম্মদ রহিম আমিন জানান, স্থানীয় সময় সকাল ছয়টায় মার্কিন দুই হেলিকপ্টার চেক পয়েন্টটিতে হামলা চালায়। এতে চেকপয়েন্টে আগুন ধরে যায় এবং ১৪ সেনা মর্মান্তিক ভাবে মারা যায় বলে জানান তিনি। চেকপয়েন্টে কাবুলের জাতীয় পতাকা উড়ছিল; এ সত্ত্বেও মার্কিন বিমান হামলা হয়েছে বলে জানান তিনি।

হামলায় জড়িত মার্কিন হেলিকপ্টারের মডেল প্রকাশ করা হয় নি। তবে অত্যাধুনিক যোগাযোগ এবং শত্রু শনাক্ত করার ব্যবস্থা সমৃদ্ধ মার্কিন সামরিক হেলিকপ্টার কিভাবে এমন ভয়াবহ ভুল করল তার কারণ এখনো ব্যাখ্যা করা হয় নি। এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষ কোনো মন্তব্য করে নি।

গত ডিসেম্বরে একই জেলায় ন্যাটো বাহিনীর বিমান হামলায় অন্তত ৫ বেসামরিক আফগান নিহত এবং ৬ আহত হয়েছে। ডিসেম্বরে আফগানিস্তানে যুদ্ধ মিশনের সমাপ্তি টানার ঘোষণা দিয়েছে ন্যাটো। কিন্তু এ সত্ত্বেও দেশটিতে কিছু সংখ্যক সেনা মোতায়েন রয়েছে। আফগান সেনাদের প্রশিক্ষণ এবং সন্ত্রাস-বিরোধী অভিযান চালানোর জন্য এ সব বিদেশি সেনা আফগানিস্তানে মোতায়েন রাখার দাবি করা হচ্ছে।

নিউজবাংলা/একে