টেস্টে বাংলাদেশের ব্যবধান কমানোর সুযোগ!
নিউজবাংলা: ২০জুলাই, সোমবার :
ঢাকা: টেস্টে আইসিসির র্যাংকিং অনুযায়ী ওয়েস্টইন্ডিজের অবস্থান আট নাম্বারে এবং বাংলাদেশ আছে নয় নাম্বারে। ওয়েস্টইন্ডিজের রেটিং পয়েন্ট ৮১ এবং বাংলাদেশের পয়েন্ট ৪১। দুদলের ব্যবধান রয়েছে ৪০ পয়েন্টের।
১৩০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ। দুইটি টেস্ট ম্যাচ জিতলে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ২৮ রেটিং পয়েন্টে নেমে আসবে।
বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতলেঃ
বাংলাদেশের পয়েন্ট হবে ৫৩, দক্ষিণ আফ্রিকার হবে ১১৯। এতে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়বে ১২।
বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতলেঃ
বাংলাদেশের পয়েন্ট হবে ৫১, দক্ষিণ আফ্রিকার হবে ১২১। এতে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়বে ১০।
দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে জিতলেঃ
দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ১৩২,বাংলাদেশের হবে ৪০। এতে বাংলাদেশের রেটিং এক পয়েন্ট কমবে
দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে জিতলেঃ
দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ১৩০, বাংলাদেশের হবে ৪২। এতে বাংলাদেশের রেটিং এক পয়েন্ট বাড়বে।
এছাড়া,
সিরিজ ১-১ ব্যবধানে ড্র হলেঃ
বাংলাদেশের পয়েন্ট হবে ৪৭, দক্ষিণ আফ্রিকার হবে ১২৫। এতে বাংলাদেশের রেটিং ছয় পয়েন্ট বাড়বে।
নিউজবাংলা/একে