নিউজবাংলা: ২৬জুলাই, রোববার :

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়াকে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার দফতর। রেজিস্ট্রার দফতর সূত্র এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, উপচার্যের ক্ষমতা খর্ব করা বিষয়ক শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশিত হলেও এ সংক্রান্ত কোনো চিঠি রোববার সকাল ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরে পৌঁছায় নি। ঈদের ছুটি শেষে রেবাবার ক্যাম্পাস খুললেও, চিঠি না পৌঁছায় কাজ করা নিয়ে বিপাকে পড়েছেন শাবির রেজিস্ট্রার দফতরের কর্মকর্তারা।

এদিকে, মন্ত্রণালয়ের নির্দেশনা সম্পর্কিত চিঠি রেজিস্ট্রার দফতরে পৌঁছার পূর্বে গুরুত্বপূর্ণ কিছু ফাইল স্বাক্ষর করে নেয়া হতে পারে বলে আশংকা করছেন শিক্ষকরা। তাদের মতে, যেহেতু উপাচার্য এক মাসের অধিক সময় ধরে অফিস করতে পারেন নি। এ সময়ে অনেক গুরুত্বপূর্ণ ফাইল আটকা পড়ে গেছে। তাই চিঠি আসার পূর্বে তিনি কাজগুলো করে ফেলতে পারেন।

তবে আন্দোলনরত শিক্ষকরা জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি রেজিস্ট্রার দফতরে দেয়া হবে। যাতে চিঠি আসার আগেই তারা বিষয়টি জেনে যায়।

এ বিষয়ে রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বলেন, চিঠি আসছে কিনা এখনও জানি না। উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভুইয়া বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও এমন কোনো চিঠি আমি পাইনি। তাই এ বিষয়ে কিছু বলতে পারবো না।

উল্লেখ্য, গত ২৩ জুলাই শাবির চলমান সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয় থেকে উপাচার্যের ক্ষমতা খর্ব বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় উপাচার্য তাঁর বিশ্ববিদ্যালয়ে রুটিন দায়িত্ব পালন ছাড়া অন্য কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।

নিউজবাংলা/একে