নিউজবাংলা: ২৮জুলাই : মঙ্গলবার
ঢাকা: যৌণকর্মীদের উপস্থিতিতে মাদক সেবনের অভিযোগ মাথায় নিয়ে ব্রিটিশ সংসদের উচ্চকক্ষ লর্ড সভার একজন প্রভাবশালী সদস্য মঙ্গলবার পদত্যাগ করেছেন।

ব্রিটেনের জাতীয় সংবাদপত্র দ্যা সান সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে যাতে দেখা যায় যে নগ্ন অবস্থায় লর্ড সিউয়েল যৌণকর্মীদের সঙ্গ দিচ্ছেন এবং দৃশ্যত কোকেন সেবন করছেন।
সংসদের কর্মকর্তাদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে লর্ড সিউয়েল, তার ভাষায়, সবাইকে বিব্রত করার জন্য এবং দু:খ দেয়ার জন্য তিনি ক্ষমা প্রার্থণা করেন।
গত রোববার তিনি ডেপুটি স্পিকার এবং সংসদের সুনাম রক্ষা সংক্রান্ত কমিটির সভাপতি পদ থেকে সরে দাঁড়ান।
লর্ড সিউয়েলের বিরুদ্ধে অভিযোগগুলি এখন পুলিশ তদন্ত করে দেখছে।

নিউজবাংলা/একে