নিউজবাংলা: ২৮জুলাই : মঙ্গলবার
ঢাকা: যুদ্ধাপরাধের দায়ে লিবিয়ার প্রয়াত সাবেক স্বৈরশাসক মোয়াম্মার আল গাদ্দাফির ছেলে সাইফসহ আটজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে দেশটির একটি আদালত।

২০১১ সালে দেশটিতে সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের দমনে নির্যাতনের অভিযোগে গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামসহ আরো ৩০ জন এ মামলায় অভিযুক্ত ছিলেন। রায় ঘোষণার সময় সাইফ আদালতে উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, লিবিয়ার সাবেক স্বৈর শাসক গাদ্দাফির সন্তানদের মধ্যে একমাত্র সাইফ-ই জীবিত আছেন। এছাড়া বিপ্লব পরবর্তী সময়ে গাদ্দাফির পরিবারের আর কেউ বেঁচে নেই। গাদ্দাফির সবচেয়ে প্রখ্যাত ছেলেও এই সাইফ-উল-ইসলাম।

গাদ্দাফির পতনের পর সাইফ-উল-ইসলাম পালাতে গিয়ে জিনতান অঞ্চলে ধরা পড়েন। তিনি এখন ওই এলাকার বিদ্রোহী গ্রুপের হাতে আটক রয়েছেন। এই গ্রুপটি রাজধানী ত্রিপলিতে ক্ষমতাসীন সরকারের বিরোধী।

নিউজবাংলা/একে