নিউজবাংলা: ২৮জুলাই : মঙ্গলবার
ঢাকা: দলের বাৎসরিক আয়-ব্যায়ের হিসাব জমা দেয়ার জন্য দেড় মাস সময় বাড়াতে নির্বাচন কমিশনে আবেদন করেছে বিএনপি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনে গিয়ে এই আবেদন করেন।

আগামী ৩১ জুলাই বিএনপির বাৎসরিক হিসাব জমা দেয়ার শেষ দিন ছিল। কিন্তু দলটির পক্ষ থেকে নানা সমস্যার কথা উল্লেখ করে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও দপ্তর সম্পাদক দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় আয় ব্যায়ের হিসেব নিয়ে তাদের কিছু সমস্যায় পড়তে হয়েছে। এছাড়া মহাসচিব সম্প্রতি মুক্তি পেলেও চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহিন বলেন, “শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের কারণে আমাদের কাউন্সিল করতে বিলম্ব হচ্ছে।”

তিনি এ ব্যাপারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজবাংলা/একে