নিউজবাংলা: ২৯জুলাই : বুধবার:

ঢাকা: পাকিস্তানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিষিদ্ধঘোষিত সংগঠন লস্কর-ই-জাংভির প্রধান মালিক ইসহাক ও তার দুই ছেলেসহ ১৪জন নিহত হয়েছেন।

এ ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার রাতে  পাঞ্জাব প্রদেশের মুজাফ্ফারগড় জেলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর ডন নিউজের।

দেশটির পুলিশ গত সপ্তাহে ইসহাক ও তার দুই ছেলেকে গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এর পর নিষিদ্ধঘোষিত দলটির অন্য সদস্যদের অবস্থান জানতে পুলিশ তাদেরকে নিয়ে মুজাফ্ফারগড়ের শাহওয়ালা এলাকায় অভিযান শুরু করে। এ সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ইসহাক ও তার ছেলেদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পুলিশ পাল্টা গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘটনাস্থল বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, শত শত শিয়া মুসলিমকে হত্যার অভিযোগে লস্কর-ই-জাংভি পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন। ১৯৯০ সালে এ সংগঠনটি আত্মপ্রকাশ করে।

 

নিউজবাংলা/একে