Breaking News

যার এক গ্রাম বিষেই মারা যেতে পারে ১৫ হাজার মানুষ

নিউজবাংলা: ১১ জানুয়ারি, সোমবার:

ঢাকা: দেখতে বেশ সুন্দর, কিন্তু মানুষের প্রাণনাশে এই সুন্দর প্রাণীর জুড়ি মেলা কার্যত অসম্ভব। আকারে ছোট, দেখতে সুন্দর আর বিশাল বিষের ধারক-এমন প্রাণী খুব কমই আছে।

ইংরেজিতে নাম গোল্ডেন ফ্রগ। বাংলায় বলা হয় সোনা ব্যাঙ। বিজ্ঞানসম্মত নাম-Phyllobates Terribilis। চামড়ার ওপর সোনালী রঙের আস্তরণ, আর কালো অথবা গাঢ় নীল রঙের ছোপ। এই ব্যাঙের বিষ এত মারাত্মক যা কল্পনাতীত। বিজ্ঞানীদের দাবি, সোনা ব্যাঙের দেহে রয়েছে উপক্ষার অধিবিষ, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘Batrachotoxin’। এই বিষের এক গ্রামেই নাকি একসঙ্গে মারা যেতে পারে ১৫,০০০ মানুষ। পৃথিবীর আর সমস্ত বিষধর প্রাণী গুলির মধ্যে সোনা ব্যাঙের বিষ সব থেকে বেশি মারণাত্মক বলে, দাবি বিজ্ঞানীদের। কলোম্বিয়ার উপকূলে এদের বাস সর্বাধিক।

নিউজবাংলা/একে

 

Share This:

Comments

comments

Next: জেরার নামে তরুণীর গোপনাঙ্গে মরিচের গুঁড়ো ছেটালো পুলিশ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*