ঈশ্বরদীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচী পালিত

নিউজ বাংলা ২১: শনিবার, ১৪ মার্চ:

মোঃ আব্দুল বাতেন,পাবনা প্রতিনিধি: “শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস করতে পরীক্ষা দিতে চাই। শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ কর” দাবীতে আজ দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারভুক্ত ঈশ্বরদী মহিলা কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, ও সুশিল সমাজের নেতৃবৃন্দ মানববন্ধন রচনা করেন । ঈশ্বরদী মহিলা কলেজের সামনে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের মধ্য অরনখোলা এলাকায় আধাঘন্টা ব্যাপী মানববন্ধনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে সকলেই এ সমাবেশকে সাফল্যমন্ডিত করে তোলে। ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপধাক্ষ্য মোঃ হামিদুর রহমান,গর্ভনিং বডির সদস্য আনসারুল ইসলাম ডিলু, সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, ইসমাইল হোসেন, আব্দুর রশিদ, জয়পত্র সম্পাদক আব্দুল বাতেন, ফটো সাংবাদিক সেলিম আহম্মেদ ও শিক্ষার্থী ষ¦র্না খাতুন।

এ সময় অদ্যক্ষ আফরোহা বেগম দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি সকল রজনৈতিক দলের সহযোগিতা ও সহনশীল মনোভাব প্রত্যাশা কেেরন।

একই সময়ে ঈশ্বরদী সরকারী কলেজ ও দাশুড়িয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে মানববন্ধনর কর্মসূচী পালিত হয়।

নিউজ বাংলা ২১/একে

(Visited 5 times, 1 visits today)
Top