নিউজ বাংলা ২১: ১৯ মার্চ, বৃহস্পতিবার:
চাঁদপুর: জেলার ফরিদগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৫ জন রক্তাক্ত জখম হয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলার ষোলদানা গ্রামের হাসান আলী বেপারী বাড়িতে। আহতরা হচ্ছে- হানিফ বেপারীর স্ত্রী তফুরা বেগম (১০৫), ইদ্রিস বেপারীর মেয়ে রোজিনা আক্তার (১৯), কুলছুমা আক্তার (১৮), সাবিনা আক্তার (১৬) ও মামুন (১৪)।
আহতরা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদের মধ্যে মামুন (১৪) এর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। তার বাম চোখে আঘাত লেগে পুরোপরি নষ্ট হয়ে গেছে।
ইদ্রিস বেপারী জানান, আমরা পৈত্রিকসূত্রে হাসান আলী বেপারী বসবাস করে আসছি। আমাদের পাশের বাড়ির আশুরা বেগমের সাথে দীর্ঘ দিন জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছে। পূর্বে বেশ কয়েকবার আশুরা বেগম লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। এ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে দরবারও হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আমি বাড়িতে ছিলাম না। আশুরা বেগম, এরশাদ, আ. রশিদ খান, লিটন খান, শিরাজ খান, নুর জাহান, আকলিমা, মরিয়ম, নারগিস দলবল নিয়ে আমাদের পৈত্রিক বাড়িতে মাটি ফেলে দখল করতে যায়। পরে আমার বাড়ির লোকজন তাদের বাধা দিলে আশুরার লোকজন আমার মেয়েদের উপর হামলা চালায় এতে আমার মেয়ে, ছেলে সহ ৫জন গুরুতর রক্তাক্ত আহত হয়। পরে আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজ বাংলা ২১/ একে