চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে। পাসের হার ৬৩ দশমিক ৪৯ শতাংশ।
গতবার পাসের হার ছিল ৭০দশমিক শূন্য ৬ শতাংশ। ২০১৩ সালে পাসের হার ছিল ৬১ দশমিক ২২ শতাংশ।
রোববার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।
পরে শিক্ষামন্ত্রী ফলাফলের চুম্বক অংশ তুলে ধরেন।
বোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবার ২১৭টি কলেজের ৮০ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। মোট পরীক্ষার্থীর মধ্যে ৬২ হাজার ১৩০ জন নিয়মিত, ১৭ হাজার ৬৭৬ জন অনিয়মিত এবং ৪০৮ জন প্রাইভেট পরীক্ষার্থী রয়েছে।
ব্যবসায় শিক্ষা শাখায় ৩৯ হাজার ৩৮০, মানবিক শাখায় ২৮ হাজার ৭৫০ জন, বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৫২৩ জন, গার্হস্থ্য অর্থনীতি শাখায় ৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।
চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় মোট ৯২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে চট্টগ্রাম জেলায় (নগরীসহ) ৫৯, কক্সবাজারে ১৩, রাঙামাটিতে ৮, খাগড়াছড়িতে ৮ এবং বান্দরবান জেলায় ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।