নিউজবাংলা: ০৯ আগস্ট, রোববার:

ঢাকা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ১৯৪৫ সালের ঠিক এই দিনে জাপানের নাগাসাকি শহরে ফেলা হয় পরমাণু বোমা ফ্যাটম্যান। ফ্যাটম্যান নামের নিউক্লিয় বোমার বিস্ফোরণের মর্মান্তিক ঘটনা সারা বিশ্বকে হতবাক করে দেয়।আণবিক বোমার ভয়াবহ তেজস্বক্রিয়তায় মারা যায় প্রায় ৮০ হাজার জাপানি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের আত্মসমর্পণের আহ্বানে জাপান সাড়া না দেওয়ায় তাঁর নির্দেশেই ঠান্ডা মাথায় হিরোশিমায় চালানো হয় নারকীয় এই হামলা। এর উদ্দেশ্যে ছিল দু`টি। এক হল জাপানিদের জব্দ করা, আরেক হল যুদ্ধ দ্রুত শেষ করতে জাপানকে আত্মসমর্পণে বাধ্য করা।

মাত্র ১৫০ সৈন্য লক্ষ্য করে ফেলা ওই বোমায় নিহতদের অধিকাংশই ছিল নিরীহ যুদ্ধনিষ্পাপ নাগরিক। নাগাসাকির যে এলাকায় বোমাটি ফেলা হয় সেটা স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় আর হাসপাতালের মতো জনসেবামূলক প্রতিষ্ঠানে পূর্ণ। ওই দিন তিনিয়ন দ্বীপ থেকে বি-২০ নামে একটি প্লেন বোমাটি নিয়ে নাগাসাকির উদ্দেশে রওনা হয়।

নিউজবাংলা/একে