নিউজবাংলা: ০৯ আগস্ট, রোববার:

ঢাকা: বিশ্বের সেরা এবং সব চেয়ে প্রশংসিত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ম্যাপল পাতার দেশ কানাডা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ে। তৃতীয় সুইজারল্যান্ড এবং তার পরে রয়েছে অস্ট্রেলিয়া।

প্রথম ১০টি দেশের মধ্যে সাতটি দেশই ইউরোপের। বাকি তিনটি দেশ হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ‘রেপুটেশন ইনিস্টিটিউট এই তালিকা প্রণয়ন করেছে।

এই তালিকায় কানাডা গত বছর দ্বিতীয় স্থানে ছিল। এবার আবারো পরপর তিনবার ২০১১, ২০১২, ২০১৩ সালে সার্বিক শ্রেষ্ঠ দেশের মর্যাদার তালিকায় স্থান পেয়ে আসছিল।

নিউজবাংলা/একে