নিউজবাংলা: ১১ আগস্ট, মঙ্গলবার:

ঢাকা: এশিয়ান কন্টিনেন্টাল দাবায় বাংলাদেশের চার দাবাড়ু সাদামাটাভাবে তাদের যাত্রা শেষ করল।  শেষ রাউন্ডে আব্দুল্লাহ আল রাকিব জিতলেও হেরে গেছেন জিয়াউর রহমান।

হেরেছেন শারমিন আক্তার লিজাও। আর ড্র করেছেন এনামুল হোসেন।

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে শুক্রবার উন্মুক্ত বিভাগে নবম ও শেষ রাউন্ডের পর বাংলাদেশের তিন গ্র্যান্ডমাস্টারের মধ্যে রাকিব সবার ওপরে থেকে টুর্নামেন্ট শেষ করেন। কিরগিজস্তানের জামশেদ ইসায়েভকে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে ২৭তম হন তিনি।

কিরগিজস্তানের ফিদে মাস্টার সেমেতেই তোলোগন্তেজিনের সঙ্গে ড্র করেন এনামুল হোসেন; সাড়ে চার পয়েন্ট নিয়ে ৪৩তম হয়েছেন এই গ্র্যান্ডমাস্টার। আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ভারতের আন্তর্জাতিক মাস্টার রাথনাকরনের কাছে হেরে আসর শেষ করেন; ৪ পয়েন্ট নিয়ে ৫৯তম জিয়া।

উন্মুক্ত বিভাগে ৭ পয়েন্ট নিয়ে সেরা হয়েছেন স্বাগতিক গ্র্যান্ডমাস্টার সালেহ এ আর সালেম।

মেয়েদের বিভাগে শারমিন আক্তার লিজাও হার দিয়ে শেষ করেছেন। কাজাখিস্তানের মহিলা আন্তর্জাতিক মাস্টার দাউলেতোভা গুলমিরার কাছে নবম রাউন্ডে হেরে যান বাংলাদেশের এই মহিলা আন্তর্জাতিক মাস্টার। ৫৭ জনের মধ্যে ৩৪তম হয়েছেন তিনি।

ইরানের মহিলা আন্তর্জাতিক মাস্টার মিত্রা হেজাজিপোউর ৭ পয়েন্ট নিয়ে এই বিভাগে সেরা হন।

এই আসরে ৩০টি দেশের ৪৮ জন গ্র্যান্ডমাস্টার, ৩১ জন আন্তর্জাতিক মাস্টার ও ১৬ জন ফিদে মাস্টার অংশ নেয়।

 

নিউজবাংলা/একে