নিউজবাংলা: ১১ আগস্ট, মঙ্গলবার:

নিউজবাংলা ডেস্ক: বার মেয়ের সঙ্গে মা এইচএসসি পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করে নজির সৃষ্টি করেছেন।

মা কাওসার জাহান শিখা বিশ বছর আগে বিবাহিত জীবন শুরু করলেও লেখাপড়া করার বাসনা নিজের ভেতর জিইয়ে রেখেছিলেন। তিনি এ বয়সে পড়াশোনা করা বা মেয়ের সঙ্গে পরীক্ষা দেয়াকে কখনো অন্যভাবে দেখেননি।
তার মেয়ে সানজানা আইভি বর্ষা বাংলাবাজার ফাতেমা খানম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে `এ` গ্রেড পেয়েছে। অপরদিকে মা ইলিশা ইসলামিয়া মডেল কলেজ থেকে বিএম শাখায় এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা ) পরীক্ষা দিয়ে তিনিও `এ` গ্রেড পেয়েছেন।
শিখা এর আগে ৯৮ সালে প্রথম এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় শেষ পর্যন্ত পরীক্ষা শেষ করতে পারেন নি। কিন্তু তার এ ইচ্ছা শেষ হয়ে যায়নি। শিখা জানান, তিনি ইচ্ছাপূরণ করতে এবার মেয়ের সঙ্গে আবার ছাত্রী হয়েছেন। শিখা ভোলার নৃত্য শিল্পী সালাউদ্দিন হারুনের স্ত্রী।
অপরদিকে, বর্ষা গান ও নৃত্য শিল্পী। বর্ষা জাতীয় পর্যায়েও পুরস্কার পেয়েছে। এদিকে এ ফলাফলে মা মেয়ে সম গ্রেড পেয়ে খুশি হয়েছেন। মায়ের ইচ্ছা তিনি পড়ালেখা চালিয়ে যাবেন। উচ্চ শিক্ষা গ্রহণ করবেন। মা’র পাশাপাশি বর্ষাও পড়তে চায়। আর বড় শিল্পী হতে চায়।
ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামও জানান, তিনি মা-মেয়ের ফলাফলে দারুণ খুশি।

 

নিউজবাংলা/একে