নিউজবাংলা: ১৩ আগস্ট,বৃহস্পতিবার:

ঢাকা: ‘মন্ট্রিয়াল বিশ্ব চলচ্চিত্র উৎসব’ এ আমন্ত্রিত হয়েছে দুটি বাংলাদেশী চলচ্চিত্র। এগুলো হচ্ছে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কন্সট্রাকশন’ ও আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’।

উৎসবের ‘ফোকাসড অন ওয়ার্ল্ড সিনেমা’ অংশে ছবি দুটি অংশ নেবে।

উৎসবের উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে বিখ্যাত ইরানি পরিচালক মজিদ মাজিদির ‘মহম্মদ-দ্য মেসেঞ্জার অব গড’। উৎসব ২৭ আগস্ট থেকে শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে বাংলাদেশী ছবি দুটির প্রদর্শনীর সময় এখনও জানা যায় নি।

রুবাইয়াত বলেন, ‘কানাডার এ উৎসবটি  বিশ্বের সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র উৎসবগুলোর একটি। এ উৎসব ছাড়া সামনে আরো কয়েকটি উৎসবে আমার ছবিটি অংশ নেবো। চূড়ান্ত আমন্ত্রণপত্র পেলেই সংবাদমাধ্যমকে জানাবো। তবে আগামী বছরের ১৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে। এরপর ২২ জানুয়ারি ছবিটি সারাদেশে মুক্তির ইচ্ছে আছে।’ চলতি মাসের শেষের দিকে তিনি কানাডা যাবেন বলেও জানালেন।

‘মেহেরজান’খ্যাত পরিচালক রুবাইয়াত হোসেনের দ্বিতীয় ‘আন্ডার কন্সট্রাকশন’ নির্মিত হয়েছে সমকালীন ঢাকা শহরের প্রেক্ষাপটে রয়া নামের এক নারীর আত্ম-অনুসন্ধানের পটভূমিতে। এ বছর আমেরিকার সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নিউ ডিরেক্টরস শোকেস’ বিভাগে ছবিটি প্রদর্শিত হয়।

অন্যদিকে ‘জালালের গল্প’ এর গল্প অবহেলা ও নির্মম বাস্তবতার যাতাকলে পিষ্ট এক যুবকের। ছবিটি কোরিয়ার বুসান চলচ্চিত্র উৎসবে ‘নিউ কারেন্টস’ বিভাগে প্রদর্শিত হয়।

নিউজবাংলা/একে